মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার নবাগত জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী নিউজ 24 এর সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল ইসলাম।বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
রাজশাহী নিউজ 24 এর সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার কো-চেয়ারম্যানঃ ডাঃ আব্দুল খালেক বিশ্বাস, সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী, মোঃ মাসুদ রানা রাব্বানী ও ফটো সাংবাদিক মোঃ সামিউল ইসলাম (এ.শামীম)সহ অন্যান্যরা।
এসময় জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী জেলার নানামূখী সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ এলাকা গড়ে তোলায় সরকারের মুল লক্ষ্য। এই অভিষ্ট লক্ষে পৌছুতে হলে গণমাধ্যমের সহায়ক ভূমিকা প্রয়োজন। ইতিবাচক কর্মকান্ডে রাজশাহী নিউজ ২৪ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মো.হামিদুল হক।