মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল শনিবার মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানা যায়।
মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
মারা যাওয়া হজযাত্রী হচ্ছেন, মুহাম্মদ সেলিম (৫৬)। তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪।
গত রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১২ হাজার ৫৮৩ জন হজযাত্রী সৌদিআরবে পৌঁছেছেন।