মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮ অপরাহ্ন
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর আত্রাইয়ের পতিসরে তার কাচারি বাড়ি পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
মঙ্গলবার দুপুরে পতিসর কাচারি বাড়ি পরিদর্শনে আসেন। এর আগে রাণীনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের প্রশিক্ষণ কর্মশালায় মিলিত হন। সভায় অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করার বিষয়ে তিনি দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
এর পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেনকে তাঁর সফর সঙ্গী নিয়ে আত্রাই উপজেলার পতিসর বিশ্ব কবি রবীন্দ্রনাথের কাচারি বাড়ি পরিদর্শন করেন।