শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ অপরাহ্ন
নুর কুতুবুল আলম,স্টাফ করেসপনডেন্ট: রাজশাহীর বাগমারায় মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষায় বেলঘরিয়াহাট ফাযিল মাদ্রাসা ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। আজ বুধবার এইচএসসি সমমান (আলিম) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বেলঘরিয়াহাট ফাযিল মাদ্রাসা থেকে এবারে ২১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৩ জন এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অপর দিকে যাত্রাগাছী ফাযিল মাদ্রাসা থেকে ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২ জন এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ এবং দ্বিতীয় স্থান অর্জন করে।
বেলঘরিয়াহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, শিক্ষকদের নিবিড় পরিচর্যা, ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা, গভর্নিং বডির তত্ত্বাবধান সব কিছু মিলে ভালো ফলাফল হয়েছে।
ফলাফলের এ ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য আল্লাহর শুকরিয়া ও সকলের সযোগীতা কামনা করেন। অধ্যক্ষ তাজুল ইসলাম ছাত্র-ছাত্রী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।