রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে হেরোইন-ইয়াবাসহ শাহ-আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে নগরীর মতিহার থানাধিন জাহাজঘাট এলাকা থেকে আটক করে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার নিকট থেকে ২গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকককৃত শাহ-আলম ওই এলাকা আবুল কালামের ছেলে। এসআই সাহাবুল জানায়, খদ্দেরের নিকট ইয়াবা বিক্রি করার সময় শাহ-আলমকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।