নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৭ জন, কাটাখালি থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন,
পবা থানা-০৮ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আঃ সাত্তার (৩৫) ও (২) মোঃ রকি (১৯)
দ্বয়কে ১৬ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আব্দুর রাজ্জাক @ ঝন্টু (৩৬)
কে ৯.৪ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ বাবু (৩৮) কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ সানমুন @ সজল @ গিয়াস(২৭) কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ জালাল উদ্দিন(৩৫) কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ আল আমিন(৩০) কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ রাজু আহম্মেদ @ রাজীব (২৭) কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ বাবু শেখ (২৪) কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ এনামুল হক(২৩) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১) মোঃ বাহাদুর আলী (৩৮) ও (২) মোঃ বিদ্যুৎ (৪০) দ্বয়কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ সুজন আলী (২৯)কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কর্ণহার থানা পুলিশ
(১) মোঃ সোহাগ (২৩) কে ৭০ গ্রাম গাঁজা সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ
মিঠন(৩০) কে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ সইবুর রহমান(৩৫) কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বল
জানিয়েছেন মোঃ গোলাম রুহুল কুদ্দুস
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর)
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী।