সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ‘আয়কর মেলা-২০১৯’ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এ মেলা উদ্বোধন করবেন ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জাতীয় সংসদ সদস্য,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১। নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটরিয়ামে প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫-০০ টা পর্যন্ত “আয়কর মেলা-২০১৯” অনুষ্ঠিত হবে।
মেলায় করদাতাদের e-TIN রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ, পরামর্শ প্রদান, আয়কর জমাকরণ, ই-টি.আই.এন সনদপত্র প্রদান ইত্যাদি সুবিধা প্রদান করা হবে। প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে সরাসরি উপস্থিত হয়ে রির্টান জমার দেয়ার পদ্ধতি। এমনকি করদাতারা মেলায় ব্যাংকের বুথে গিয়ে কর পরিশোধও করতে পারবে।
আয়কর মেলা থেকে রাজস্ব বাড়ানোর পাশাপাশি করদাতাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করাই মূল লক্ষ্য। জাতীয় রাজস্বের স্বার্থে এবং “আয়কর মেলা-২০১৯” সাফল্য মন্ডিত করতে করদাতাদের সহযোগীতা একান্তভাবে কামনা করেছেন মোঃ সাদিদুল ইসলাম সহকারী কর কমিশনার সার্কেল-১৫, চাঁপাইনবাবগঞ্জ।