বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি ঃ বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের হরিফলা হাফিজিয়া মাদ্রাসায় পৌর আওয়ামেলিগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ পৌরসভার তহবিল থেকে নগদ ০২ লক্ষ টাকা প্রদান করেন। রবিবার বিকেলে তাহেরপুর পৌরসভা কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়।
এ সময় উপুিস্থত ছিলেন, তাহেরপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামেলিগের ওয়ার্ড সভাপতি রইচ উদ্দিন, ০৪ নং ওয়ার্ড আওয়ামেলিগের সভাপতি আয়ুব আলী,মাওলানা মুকুল খন্দকার, ০৮ নং ওয়ার্ড আওয়ামেলিগের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, পৌরসভার কর্মচারী জাহাঙ্গির আলম, আওয়ামেলিগ নেতা সামাদ পেয়াদা,আলতাফ। আরোও উপস্থিত ছিলেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এস.এম. সামসুজ্জোহা মামুন, বিশিষ্ঠ ইট ব্যাবসায়ী মকবুল হোসেন সহ এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গ প্রমূখ। এস এম সামসুজ্জোহা মামুন তাহেরপুর,বাগমারা,রাজশাহী