সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রজন্ম মুক্তিযোদ্ধা ক্লাবের সৌজন্যে এবং সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে “মরহুম দবির উদ্দিন খাঁন এবং আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সুজানগর স্কুল মাঠে এ আইলা ফুটবল একাদশ” এবং “সুজানগর ফুটবল একাদশ মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় দুই-এক গোলে জয় লাভ করে “আইলা ফুটবল একাদশ টিম। অক্টোবরে শেষ সপ্তাহের প্রথম দিকে শুরু হয়েছিল খেলাটি এতে ১৬ টি টিম অংশ গ্রহন করে। আজ সোমবার বিকেলে সমাপ্ত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোশাররফ, আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার এস. পি. শফিকুল ইসলাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন, সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মোঃ আনোয়ার হোসেন টিপু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আউয়াল কবির জয় ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন এ.আর গ্রুপের জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ শামছুল আলম চৌধরী, এবং পরিচালনায় ছিলেন বীরমুক্তিযুদ্ধা মোঃ আমিরুজ্জামান খান (খোকা)। সার্বিক সহযোগিতায় ছিলেন সাদুল্লাপুর গ্রামবাসী ।