রিজু মোল্লা :রাজধানীর মিরপুরে
স্প্লেন্ডর লো ভিশন এন্ড রিহ্যোভিভিটেশন সেন্টারের বিনামুল্যে দৃষ্টি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে। গতকাল শুক্রবার প্রায় একশত রোগিকে চক্ষু চিকিৎসা প্রদান করে সামাজিক এ সংগঠনটি। এরিসটোভিশন ও খেয়া ফাউন্ডেশন এর সহোযোগিতায় স্প্লেন্ডর লো ভিশন এ আই ক্যাম্পের অায়োজন করে। যেখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ নাহিদ ফেরদৌসী ও সহকারি রেজিস্টার ডাঃ হামিদুল রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করে। এসময় রোগীদের এরিস্টোভিশন ফার্মাসিউটিক্যাল এর সহায়তায় প্রয়োজনীয় ঔষধ সরবারহ করা হয়।
এদিকে আই ক্যাম্পটির পরিচালনা করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ নাহিদ ফেরদৌসী। তিনি এসময় স্প্লেন্ডর লো ভিশন এন্ড রিহ্যোভিভিটেশন স্প্লেন্টোরের ব্যাতিক্রমধর্মী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এধরনের সামাজিক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণের অনুপ্রেরণা যোগায়। একই সাথে রোগীরা সচেতন হয়ে ওঠে। তাই তিনি ভবিষ্যতেও যেন স্প্লেন্ডরের এ কার্যক্রম বজায় থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
চিকিৎসা সেবা গ্রহণ কারী রুখসানা বেগম বলেন, সাধারনত এরকম ফ্রী সেবা গুলো স্কুলগুলোতে হয়ে থাকে, যা সবার জন্য সহজলভ্য হয় না। কিন্তু নিজ এলাকায় প্রতিষ্টানেই সেবাটি প্রদান করায় আমাদের জন্য সহজ হয়েছে। বিনামুল্যে এরকম সেবা পাওয়া এখন সত্যিই দুষ্কর। বৃহৎ আকারা বিনামুল্যে চক্ষু সেবা ও ঔষুধ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে রোগীরা।