আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ বোরো বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সহ সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সিপিবি গাইবান্ধা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, ছাত্র ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারের নিয়ন্ত্রন না থাকায় এক শ্রেণির অসাধূ ব্যবসায়ী প্রতিবছর এ সময় বোরো বীজ মজুদ করে কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে দেয়। ফলে কৃষক বীজ সংগ্রহে চরম সংকটের মধ্যে পড়ে। বক্তারা অবিলম্বে সরকারী নজরদারী বৃদ্ধির দাবী জানান।