আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়ারুকে আটক করেছে।শনিবার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের পাইকাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম গোবিন্দপুর গ্রামের আঃ কদ্দুস মিয়ার ছেলে শাহ আলম (২৫), পশ্চিম ফুলবাড়ী গ্রামের মাহবুবার রহমান বক্করের ছেলে শাওন হোসেন (২৬), একই গামের আঃ গফুর ব্যাপারীর ছেলে নুর আলম ব্যাপারী (২৬), গোপালপুর গ্রামের অবিয়ার ছেলে দুলু মিয়া (২৭), একই গ্রামের আজিজার আকন্দের হারুন-অর-রশিদ (৩৫), মধ্য ফুলবাড়ী গ্রামের মৃত রবীন্দ্রনাথের ছেলে শ্রী অনল চন্দ্র (২৭) ও খোর্দ্দ কোমরপুর গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে ডাবলু মিয়াকে (২৫) জুয়া খেলারত অবস্থায় আটক করে। পরে আটকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের অর্থদন্ড প্রদান করেন। গাইবান্ধা ডিবি ওসি মুজিবুর রহমান পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।