নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষিতা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানাগেছে- বেশ কয়েকদিন পূর্বে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় এক যুবকের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেট বন্ধ থাকার সুবাদে শনিবার বিকেলে (১৭) নভেম্বর ওই ছাত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক।
এতে ধর্ষিতার অনেক রক্তক্ষরণ হয়। তবে ধর্ষকের নাম পরিচয় বলতে পারেনি ওই ছাত্রী। শিবগঞ্জ থানার এসআই রনি সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।