মো:রাজাবুল হক(রেজাউল): আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভার মুল বিষয় ছিল আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক তথ্যদিয়ে সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহায়তা করা এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ মো:আমিরুজ্জামান (আমির) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আ: সবুর(ওসি তদন্ত)হরিপুর থানা,
আর ও উপস্থিত ছিলেন বকুয়া ইউপি চেয়ারম্যান মো: আবুল কাশেম (বর্ষা),কমিউনিটি পুলিশিং এর উপজেলা কনভেনার মো:আফজাল হোসেন (সাবেক চেয়ারম্যান ২নং আমগাঁও ইউপি) ও অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর
সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সভাপতিত্ব করেন মো:জামাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান ৩নং বকুয়া ইউপি) সভা পরিচালনা করেন শ্রী রাজেন চন্দ্র রায়(সাধারণ সম্পাদক ৩নং বকুয়া ইউপি কমিউনিটি পুলিশিং)।