নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারার ক্যারেটের ভিতরে করে অভিনব কায়দায় পাচারের সময় ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাচোল থানাপুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহবুব গত শনিবার রাতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালইর বাজার মোড়ে পেয়ারার ক্যারেটের ভিতর পাচারের সময় ৭০ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ী রুবের আলী(২৬)কে আটক করে।
আটক রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের শরিফ আলীর ছেলে বলে জানা গেছে। আজ রবিবার আটক রুবেলকে মাদক আইনে জেলহাজতে পাঠানো হয়েছে।