নিজস্ব প্রতিবেদক: রক্তদান একটি মহৎ কাজ,মানবীয় দৃষ্টিকোণ থেকে ভ্রাতৃত্ব বন্ধনের স্বরূপ ‘স্বেচ্ছা রক্তদান’। বর্তমানে রক্তের প্রয়োজনীয়তা হাহাকার অবস্থায় এসে দাঁড়িয়েছে কিছু অসচেতনতা ও অবেহেলার কারণে। নিষ্প্রাণ হয়ে যাচ্ছে অনেক জীবন। প্রয়োজনের সময় রক্ত পাওয়া এবং দূষিত রক্তের অভিশাপ থেকে মুমূর্ষু মানুষকে রক্ষা করার জন্যই নিরাপদ রক্তের প্রয়োজন’ বিশিষ্ট সমাজ সেবী রাজশাহী নিউজ 24 এর চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নিঘাত পারভীনের নিজ উদ্যোগে রক্তদান কর্মসূচী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আর্থিক মূল্য দিয়ে এ দানের হিসাব কষা যায় না। এর সঙ্গে সম্পর্ক জীবনের। একান্তই মানবিক গুণ এটি। বিশুদ্ধ রক্ত যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি দূষিত রক্ত কেড়ে নেয় প্রাণ। জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ এ উপকরণটি যেমন সব মানুষ দিতে পারে না, তেমনি সব স্থান থেকে এটি সংগ্রহ করা যায় না কিংবা উচিতও নয়। রক্ত সংগ্রহের জন্য স্থাপন করতে হয় পরিসঞ্চালন কেন্দ্র।
এটি স্থাপনেও রয়েছে অনেক নিয়মকানুন। কিন্তু নিয়মকানুনের তোয়াক্কা না করে, আর্তমানবতার কল্যাণে উদ্বুদ্ধ না হয়ে শুধু ব্যবসায়িক স্বার্থে পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন করে যেখানে-সেখানে চালানো হচ্ছে রক্ত নিয়ে কালো ব্যবসা।এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে’
গত শনিবাররাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ডের কৃষ্ণকান্ত প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিকস্ ও ব্লাড প্রেসার মাপা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার ও ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে বিনামূল্যে দাঁতের চিকিৎসা প্রদান করা হয়।