নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মহির উদ্দিনকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
আজ সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মহির উদ্দিন শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্কাছের ছেলে।আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন এতথ্য নিশ্চিত করছেন।