নিজস্ব প্রতিবেদক:সাভারে তিন শ্রমিক কলোনিতে আগুন লেগেছে। এ সময় আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ভাগলপুর মহল্লার আলমগীর হোসেন, হাসান মিয়া ও শামসুল হকের মালিকানাধীন ৩টি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলমগীর মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই শ্রমিক কলোনিসহ পাশের আরো দুটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।