মোঃ মারসিফুল ইসলাম(সুইট): পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।আজ সোমবার বিকেল ৪ টায় উপজেলার বিড়ালদহ মাজার সংগলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা হলেন, তাহেরপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার বিদিল আহম্মেদের ছেলে রিফাত কাইছার রাজু (২৬) সে তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপার্থী ছিলেন।
এঘটনায় গুরুতর আহত অপর যুবকের নাম মাসুদ (২৫)। তাকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সোমবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ন্যাশনাল ট্রাভেলস বাসের (ঢাকা মেট্রো-ব ১১-৮৮২২) সঙ্গে বানেশ্বর গামী মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালক রিফাত কাইছার রাজু ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহীরা পুঠিয়া থেকে বানেশ্বরের দিকে আসছিলেন। এসআই মোস্তাফিজুর রহমান আরো জানান, ঘটনার পর যাত্রীবাহী বাস ন্যাশনাল ট্রাভেলস বাসটি আটক করা হয়েছে এবং আহত অপর যুবক মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলমান রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।