নিজস্ব প্রতিবেদক :রংপুরে ডাকাতি মামলার দুই আসামিসহ বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আরও ৩৪ অপরাধীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে মেট্রো এলাকা ও জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সহকারি পুলিশ কমিশনার (ডিবি) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ডিবি পুলিশের একটি অভিযানিক দল নগরীর মধ্য গণেশপুর এলাকা থেকে আসাদুজ্জামান লিমনকে (২২) এবং ঠিকাদারপাড়া মোড় থেকে শ্রী শুভ চন্দ্রকে (১৯) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।
এছাড়াও বিভিন্ন অপরাধের মামলায় আরপিএমপির কোতোয়ালি থানা পুলিশ ১১জনকে, মাহিগঞ্জ থানা ৫, হাজীরহাট থানা ৫, হারাগাছ থানা ৩ এবং তাজহাট থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।