নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতেও শেষ হলো সপ্তাব্যাপি কর মেলা। রাজশাহী কর অঞ্চলের আয়োজনে গতকাল সোমবার ছিলো মেলার সমাপনি দিন। এই করমেলায় এবার সেবা নিয়েছেন ৬৬ হাজার ১৩৬ জন করদাতা। সপ্তান্তে কর আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৪১ টাকা। মেলার প্রথম দিনেই ৭ হাজার ৫৬৩ জন করদাতা সেবা নিয়েছেন।
রাজশাহী কর অঞ্চলের জয়েন্ট কমিশনার (ট্যাক্স) মির্জা আশিক রানা জানান, সোমবার মেলার শেষ দিনে সর্বমোট সেবা নিয়েছেন ৬৬ হাজার ১৩৬ জন। আয়কর আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৪১ টাকা। মোট রিটার্ন দাখিল হয়েছে ২৮ হাজার ৫০৩ টাকা। মোট টিআইএন নিয়েছেন ৮৭৫ জন করদাতা। এর আগে মেলার প্রথম দিনে ৮৬ লাখ ৫৯ হাজার ৮৯৮ টাকা আয়কর আদায় হয়। রিটার্ন দাখিল হয় ৮৯৬টি। টিআইএন নেন, নতুন ৩৩ জন করদাতা। রাজশাহী নগরীর হেলেনাবাদ এলাকায় কর ভবন প্রাঙ্গনে মেলার শেষ দিনে সকালে শিক্ষার্থীদের মাঝে করের বিষয়ে আলোচনা করা হয়। এবং শিক্ষার্থীদের মাঝে কুইজের প্রতিযোগিতার করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ১৩ নভেম্বর কর মেলার উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।