ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত ভোলা জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে রোববার জরুরিভিত্তিতে ভোলা থেকে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের প্রয়োজনীয় দিকনির্দেশনায় ওই মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
বিমান বাহিনী এই মেডিকেল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে ভোলা জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে ভোলা থেকে এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ঢাকায় নিয়ে আসে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) ভর্তি করা হয়।