আমরা কিন্ডারগার্টেন শিক্ষকেরা
বেঁচে আছি কি না সে খবর কেউ রাখে না
করোনাকালে সবাই আমাদের করল হেলা
দেশে করোনা সবাই পেল প্রণোদনা
আমরা পেলাম কি?পেয়েছি শুধুই বেদনা।
আমাদের চাউল দেয়া হল ২০ টাকা কেজি
অভাবে পরে চাউল কিনেছি
মনে কষ্ট এতটুকু, সাঁরি বেধে চাউল কিনেছি।
সরকার করে প্রণোদনা লাখ লাখ টাকা
আমরা তার কিছুই পাইনা
কর্তার কাছে ফোন করি
তিনি বলেন আমি দেখছি।
বিকাশ নাম্বার দেয়া হল
ম্যাসেজ দেখি টাকা বুঝি এল।
ঘরে আমাদের ছোট ছেলে কাঁদে
ভাত খাবে না আর নুন ভাতে
এনে দাও কই মাছের ঝোল
নইলে বলবে আবল-তাবল।
আমরা এখন কি করি?
সরকার যদি না দেয় অনুদান
কিন্ডারগার্টেন শিক্ষকদের বাঁচবেনা প্রাণ।