মিনাল ইসলাম,গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা অডিটরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, সহকারী পুলিশ কমিশনার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদুল মাষ্টার, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) হাসমত আলী, গোদাগাড়ী মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম কামারুজ্জামান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।