নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত (২৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পাম্পের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে রাত ১০ টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি তোষকে মোড়ানো ছিল, ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।