মোঃরাজাবুল হক(রেজাউল) ঠাকুরগাঁও (হরিপুর) প্রতিবেদক : জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে চোরাকারবারি হিসেবে ২জন বাংলাদেশী কিশোরকে আটক করেছেন বিজিবি। স্থানীয় সুত্রে জানাজায় যে, আজ ভোর আনুমানিক ৫টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৬ নং মেইন পিলার এলাকা থেকে প্রায় ৭ কি:মি: বাংলাদেশ অভ্যন্তরে কিসমত ভৈষার মাঠ থেকে মানিকখাড়ী গ্রামের মৃত ভাকু মো: এর ছেলে মো: বাসেদ (১৮) একই গ্রামের মো: হাফিজ উদ্দিন এর ছেলে মো: সুজন(১৮) কে চোরাকারবারি হিসেবে আটক করে বেতনা বিজিবি ক্যাম্পে নিয়ে যায় টহলরত বিজিবি সদস্যরা। আজ শুক্রবার সকাল ৯টা ৪৭ মিনিটে বেতনা ক্যাম্প কোমান্ডার মো: কাবুল হোসেন ও ১১টা ৪০ মিনিটে ৫০ বিজিবির কোমান্ডিং অফিসার লে.কর্ণেল তুহিন মো: মাসুদ এর সাথে মুঠো ফোনে কথা বললে তারা উভয়ে আটকের সত্যতা নিশ্চিত করেন। আটকের সময় তাদের কাছে কোন মালা মাল পাওয়া গেছে কিনা জানতে চাওয়া হলে উভয়ে সেই মুহুর্তে কিছু না বলে পরবর্তীতে যোগাযোগ করতে বলেন।