নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার চারঘাট থানাধীন এছের এর বটতলা থেকে ১৬৩০ পিচ ইয়াবা ও ৮ গ্রাম হেরোইন তাকে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রতন (৩১) ঢাকার রাইজদা থানাধীন বিক্রমপুর এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রতনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।