মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুরের নারী মাদক ব্যবসায়ী রাশেদাকে ২২ নভেম্বর বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। একই দিনে আরেক মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকেও কারাগারে পাঠানো হয়েছে। ২১ নভেম্বর বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদক বিরোধী বিশেষ টিম শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে শ্রীপুর থানার বেড়াইদের চালা গ্রামের আঃ রহিমের স্ত্রী রাশেদাকে (৩৬) গ্রেফতার করে। এছাড়া মুলাইদ থেকে কালু ফকিরের বাড়ির ভাড়াটিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গুইতলা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ বাবুল মিয়াকে (৩৮) মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার করে।
তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছিল।