নিজস্ব প্রতিবেদক : সাভারের তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার ছয় বছর পূর্তিতে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক ও স্বজনরা। তাদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
শনিবার ভোর থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরিন ফ্যাশনের সামনে দল বেঁধে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
এসময় তারা তাজরিন ফ্যাশনে হতাহত শ্রমিকদের সুচিকিৎসা, আবাসন ও সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তাজরিনের মালিক দেলোয়ার হোসেনের উপযুক্ত শাস্তির দাবিও তোলা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। আহত হন হাজারেরও অধিক শ্রমিক।