নাহিদ হোসেন নাটোর:লালপুরে আখের মরা পাতা পুড়াতে গিয়ে ১৫ বিঘা জমির আখ পুড়ে গেছে ক্ষতির পরিমান ৩ লক্ষাধিক টাকা ।
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকার নওসারা সুলতানপুর মাঠে আখের মরা পাতা পুড়াতে গিয়ে আগুন লেগে ১৫ বিঘা জমির দন্ডায়মান আখ পুড়ে গেছে।এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খবর পেয়ে লালপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানাগেছে নওপাড়া গ্রামের আবু তালেব নওসারা সুলতানপুর মাঠে তার ৫ বিঘার ক্ষেতের কিছু আখ কেটে নেওয়ার পর আখের মরা পাতায় আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে প্রথমে তার জমির দন্ডায়মান আখে আগুন লাগে।
পরে তুফা’র ৫ বিঘা, মধু মিয়ার ১ বিঘা, মেহের আলীর ১ বিঘা, আব্দুল আজিজের ২ বিঘা সহ অন্তত: ১৫ বিঘা জমির আখ সম্পুর্ণ পড়ে যায়।লালপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।