আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর-২ আসনে গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দাকার আহাদ আহমেদের পক্ষে রোববার জেলা নির্বাচন কমিশনারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি. সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, বীর মুক্তিযোদ্ধা কাজিউল ইসলাম ,জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সোনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল হক চৌধুরী,
জেলা বিএনপির সদস্য, ওমর ফারুক সেলু, সাবেক বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শাহজালাল সরকার খোকন, আনিছুর রহমান তালুকদার বাবু, খন্দকার আল- আমিন, ইমাম হাসান আলালসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ।