নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় আগুন লেগেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি এসি বিস্ফোরণে পর আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তারা জাহাঙ্গীর টাওয়ারে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, ভবনের নিচের খাবারের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। পরে এসিতে লেগে আগুন ১০ তলা ভবনের দুই তলায় ছড়িয়ে পড়ে। ঘটনা আমাদের কাছে পৌঁছালে আমরা দ্রুত সাড়া দিই। তিনি বলেন, ঘটনার সময় আমাদের একটি আগুন নিয়ন্ত্রণ করা গাড়ি এটিএন বাংলার অফিসের সামনে ছিল। তাই আগুন লাগার দুই মিনিটের মাথায় আমাদের দল সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাই আগুনে ক্ষয়-ক্ষতি কম হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় এখানে আমাদের সাতটি ইউনিট কাজ করে।