নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকালে ফলসি গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃতদেহের পাশেই তার মস্তকটিও পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মাঠে লাশ ফেলে রেখে গেছে। মরদেহটি শনাক্ত করতে থানা চত্বরে রাখা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।