স্বপ্নের বুনন
ইট কাঠ রড সুরকী
ঢাকা পড়ুক বন তলে
নিবাস হোক ছায়া ঢাকা;
লতা পাতা ফুল তলে;
দিন রাত সারাক্ষণ,
কাটুক প্রকৃতির খেয়ালে!
প্রকৃতির সন্তান মুক্তমনে
বাড়ুক প্রকৃতির কোলে,
সকালে শিশির ভেজা পা
মাড়াক কোমল দুর্বাঘাস!
শীতল হাওয়ায় সতেজ প্রান
নিক বুক ভরা নিশ্বাস!
দুপুর বেলায় গাছের ছায়ায়
আসন পেতে মোড়ায়!
তনুমন সব জুড়িয়ে যাক
পূবালী-দক্ষিণা বায়!
বিকেল বেলায় শাখায় শাখায়
আলো নাচুক পাতার ফাঁকে!
খেলায় মাতুক ছেলেবুড়ো
মাঠে সরসে কৌতুকে!
সাঝের বেলায় স্বআঙ্গিনায়
জুড়ুক চাঁদের হাট!
কফির কাপে চুমুকে চুমুকে
চলুক আলাপনী ঠাট!
রাতের বেলায় মিষ্টি হাওয়ায়
বিলাসী ঘুমের আয়োজন!
স্বপ্নের হাট বসুক সেথায়
চলুক হাজার স্বপ্নের বুনন!