নিজস্ব প্রতিবেদক: জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্র হাতে পেয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মাঝি হয়ে রাজশাহী ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, আজ সকালে রাজশাহী বিমান বন্দরে আসবে এমন খবর পেয়ে ঢল নামে নেতাকর্মীদের।
সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিমান বন্দরে অপেক্ষার প্রহর গুনতে থাকে। দুপুর ১২ টার দিকে রাজশাহী বিমান বন্দরে প্রিয় নেতা পৌছলে উচ্ছাস বেড়ে যায় নেতাকর্মীদের মাঝে।
অবশেষে নেতাকর্মীদের মাঝে পৌছে প্রিয় নেতার ১ম বারের মত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন হতে মনোনয়ন নিশ্চিত হওয়াই হাজার হাজার নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বরণ করে দেওয়া হয় ফুলের মালা। এই সময় ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলকে হাসি মুখে নেতাকর্মীদে সাথে সালাম ও কৌশল বিনিময় করতে দেখা যায়। অন্যদিকে চলে প্রিয় নেতার সাথে একটি ছবি তুলে দিনটিকে চিরস্মরনীয় করে রাখতে। কেউ ফুলের তোড়া আবার কেউ মালা দিয়ে বরণ করে নেয়। বিমান বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
বিমান বন্দর থেকে ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ছুটে যায় জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের মাজারে, সেখানে মাজার জিয়ারত করে ছুটে যান প্রিয় জন্মস্থান শিবগঞ্জে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বলেন, আমি আমার মনোনয়ন নিয়ে কখনই চিন্তা করতাম না। আমি জানি দেশরত্ন শেখ হাসিনা যে ভাল কাজ করবে তাকে মনোনয়ন দিবেন । আমি শেখ হাসিনার সুনাম অক্ষুর্ণ রাখতে কাজ করে যাবো ইনশাহআল্লাহ। আগামী দিনে এমপি নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করে মানুষের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই বলে মন্তব্য করেন। এদিকে ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মনোনয়ন নিশ্চিত হওয়ায় এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চলছে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ।