নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নেয়ামত উল্যা (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নেয়ামত উল্যা চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১টার দিকে জমিদারহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রির সময় ৫ হাজার ৮০০ইয়াবাসহ হাতেনাতে নেয়ামত উল্যাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারিরা পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।