পশ্চিমবঙ্গে ব্যস্ততা বেড়ে চলেছে রাফিয়াত রশিদ মিথিলার। ওটিটি কিংবা সিনেমা—একের পর এক নতুন কাজের খবর আসছে তাঁর।
এবার মিথিলা যুক্ত হলেন কলকাতার গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে। ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু নয়, মিথিলাকে দেখা যাবে পর্দার নতুন গোয়েন্দার সঙ্গে। নাম অরণ্য চ্যাটার্জি। যিনি পেশাদার কোনো গোয়েন্দা নন। ডাক্তারি পেশার সঙ্গে ক্রিকেট মাঠেও দাপিয়ে বেড়ান। ঘটনাচক্রে জড়িয়ে পড়েন গোয়েন্দাগিরিতে। নাম ভূমিকায় অভিনয় করবেন জিতু কমল। তাঁর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের মিথিলা ও পশ্চিমবঙ্গের গায়ক শিলাজিৎ মজুমদারকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমায় এ তিনজনের লুক। সেখানে মিথিলাকে দেখা গেছে নার্সের ভূমিকায়।
‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এটি তাঁর প্রথম সিনেমা। মুক্তির আগে অরণ্যকে নিয়ে লেখা গল্পগুলো বই আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা। পর্দার অন্য গোয়েন্দাদের মতো অরণ্যও একাধিক কেস সমাধান করবেন।
নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমার গল্পে দেখা যাবে অরণ্যর জামাইবাবু একজন সিআইডি অফিসার। হঠাৎ একদিন এক চিকিৎসকের মৃত্যুর খবর আসে। সেই ঘটনাকে কেন্দ্র করে জামাইবাবুর সঙ্গে তদন্তে জড়িয়ে পড়েন অরণ্য। সেখানেই দেখা মেলে মিথিলার। অরণ্যর জামাইবাবু সুদর্শন হালদারের চরিত্রে থাকছেন গায়ক শিলাজিৎ মজুমদার। অরণ্যর এসব ঘটনার বিবরণী লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার।
পরিচালক দুলাল দে বলেন, ‘আমার সিনেমার নায়ক অন্য গোয়েন্দাদের থেকে একেবারে আলাদা। এটা আমার প্রথম সিনেমা হলেও অনেক দিনের পরিকল্পনা থেকেই সিনেমা নির্মাণ করতে এসেছি। কয়েক বছর ধরে সিনেমা ও সিরিজের চিত্রনাট্য লিখেছি। আশা করি পর্দার নতুন গোয়েন্দাকে দর্শকের ভালো লাগবে।’