শেয়ারবাজারে সুখবর নেই। সপ্তাহের শেষদিনেও মন্দাভাব। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২২ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম। মূল্যসূচকেও গতি নেই। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকটে বাজারে এ অবস্থা চলছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর কারণে বৃহস্পতিবার লেনদেন বন্ধ। এ হিসেবে বুধবার ছিল সপ্তাহের শেষ লেনদেন। এদিন ডিএসইতে ৩০২টি কোম্পানির ৭ কোটি ৪২ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার মোট মূল্য ৪২২ কোটি ৩০ লাখ টাকা।
এর মধ্যে দাম বেড়েছে ৭০টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন ৭ লাখ ৭৭ হাজার কোটি টাকায় স্থির রয়েছে।
শীর্ষ ১০ কোম্পানি: বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জেমিনী সি ফুড, এপেক্স ফুটওয়্যার, খান ব্রাদার্স পিপি, ইস্টার্ন হাউজিং, সিপার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি কম এবং এপেক্স ফুডস।
ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- এপেক্স ফুডস, আরামিট লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, এপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং জিকিউ বলপেন।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি কম, খুলনা পেপার, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বার্জার পেইন্টস।