শিল্পীদের উৎস কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন


, আপডেট করা হয়েছে : 06-10-2023

শিল্পীদের উৎস কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বেতার শিল্পীদের সম্মানীর উপর আরোপ কবা ১০ শতাংশ উৎস কর প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ শিল্পী সংগঠন সমবয় পরিষদ যমুনা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী নগরীর সিএনবি মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।


প্রতিটি বিভাগীয় শহরের ন্যায় রাজশাহীতেও এই প্রতিবাদ সমাবেশ করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বেতার শিল্পীরা তাদের সম্মানীর উপর আরোপ করা ১০ শতাংশ উৎস কর প্রত্যাহারের দাবি জানান।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বিশিষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিদুষী মঞ্জুশ্রী রায়, শিল্পী শরৎকুমার পাল, সুখেদু শেখর সরকার, যতন কুমার পাল, অনিমেষ কুমার, সেলিম রেজা, শিখা রানী দাস প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মধুসূদন মুখার্জী।


এদিকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকল জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণলয়ে স্মারকলিপি প্রদান করা হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার