কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুরে পৌঁছেছে। এ নিয়ে ইউরেনিয়ামের পঞ্চম চালান যোগ হলো পাবনার ঈশ্বরদীর রূপপুরে।
আজ শুক্রবার সকালে ৯টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের গাড়িবহর পাকশীর রূপপুর প্রকল্প এলাকার ভেতরে প্রবেশ করে। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রূপপুরে পৌঁছায় ইউরেনিয়ামের চতুর্থ চালান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আজ খুব ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়। অন্যান্যবারের মতো এবারও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আনা হয় ইউরেনিয়ামের চালান।
এ বছরের ২৮ সেপ্টেম্বর বিশেষ বিমানে বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯ সেপ্টেম্বর কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রথম জ্বালানি নেওয়া হয় রূপপুর প্রকল্প এলাকায়। এরপর ৬ অক্টোবর ইউরেনিয়ামের দ্বিতীয় চালান, ১৩ অক্টোবর তৃতীয় চালান ও ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্পে এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দেশের বৃহৎ মেগা প্রকল্প। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।