বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ


, আপডেট করা হয়েছে : 21-11-2023

বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভেতর এলাকায় এ ঘটনা ঘটে। ৫ ঘন্টা যাবত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


টাঙ্গাইল সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর রাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইল রেল স্টেশন পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইসচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছবেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার