ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত, স্বীকার করল যুক্তরাষ্ট্র


, আপডেট করা হয়েছে : 21-06-2022

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত, স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্টিফেন জাবিয়েলস্কি (৫২) নামে ওই মার্কিন নাগরিক গত ১৫ মে যুদ্ধে নিহত হন। 

সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়। খবর রয়টার্সের।

জাবিয়েলস্কি নিউইয়র্ক থেকে সম্প্রতি ফ্লোরিডায় চলে এসেছিলেন। তিনি তার স্ত্রী ও স্ত্রীর পাঁচ সন্তানের সঙ্গে থাকতেন।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউক্রেনে জাবিয়েলস্কির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং তাদের যাবতীয় কনস্যুলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি করা হয়। একই সঙ্গে বলা হয়, ইউক্রেনে কোনো মার্কিন নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত।

ইউক্রেনে বেশ কয়েকজন আমেরিকান যোদ্ধা নিখোঁজ হওয়ার পর জাবিয়েলস্কির মৃত্যুর খবর শোনা গেছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার