পদ্মা সেতুর মাওয়া সংযোগ সড়কের পিচঢালাইয়ের কাজ শেষ


, আপডেট করা হয়েছে : 20-05-2022

পদ্মা সেতুর মাওয়া সংযোগ সড়কের পিচঢালাইয়ের কাজ শেষ

পদ্মা সতেুসহ মাওয়া প্রান্তরে সংযোগ সড়করে পচিঢালাইয়রে (র্কাপটেংি) কাজ শষে হয়ছে।ে বৃহস্পতবিার (১৯ ম)ে রাতে সতেুর নর্বিাহী প্রকৌশলী দওেয়ান মো. আব্দুল কাদরে বষিয়টি নশ্চিতি করছেনে।


তনিি বলনে, সন্ধ্যা ৭টার দকিে সংযোগ সড়করে এক প্রান্তরে কাজ শষে হয়। কয়কেদনিরে মধ্যে জাজরিা প্রান্তরে সংযোগ সড়করে কাজ শুরু হব।ে


এর আগে ২০২১ সালরে ১০ নভম্বের পদ্মা সতেুর পচিঢালাইয়রে কাজ শুরু হয়। চলতি বছররে ২৯ এপ্রলি মূল সতেুর ৬ দশমকি ১৫ কলিোমটিার অংশরে কাজ শষে হয়।



এদকিে সতেুজুড়ে চলছে রোড় র্মাকয়িরে কাজ। বৃহস্পতবিার র্পযন্ত সতেুর মাওয়া প্রান্তে মডউিল-২ এর ৭৫ শতাংশ মাকংি করা হয়। এছাড়াও সতেুতে বসানো ৪১৫টি ল্যাম্পপোস্টে বদ্যিুৎ সংযোগরে কাজ চলছ।ে


সংশ্লষ্টি সূত্র জানায়, চলতি মাসরে মধ্যইে শষে হবে রোড র্মাকংিয়রে কাজ। আর পহলো জুনে সতেু আলোকতি করার লক্ষ্য নয়িে কাজ চলছ।ে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নর্মিতিব্য সতেুর কাজ ২০১৪ সালে শুরু হয়। জুন মাসে সতেুটি যানচলাচলরে জন্য খুলে দওেয়ার কথা রয়ছে।ে


এ বষিয়ে পদ্মা সতেুর প্রকল্প পরচিালক মো. সফকিুল ইসলাম জানান, পরকিল্পনা অনুযায়ী দনি-রাত কাজ চলছ।ে জুন আমাদরে র্টাগটে। সে অনুযায়ী কাজ চলছ।ে


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার