রাজশাহীর সড়কে প্রাণ গেল এক শিক্ষকের


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 18-11-2024

রাজশাহীর সড়কে প্রাণ গেল এক শিক্ষকের

রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। 


রোববার (১৭ নভেম্বর)  সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের একদিলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আব্দুর রহিম (৪৮) বগুড়ার আদমদীঘি উপজেলার গোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি নওগাঁ সদরের কেডির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, শিক্ষক আব্দুর রহিম সকালে রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। দুপুরে তিনটি মোটরসাইকেলে ৬ জন শিক্ষক নওগাঁয় ফিরছিলেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের একদিলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রহিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।


এতে মোটরসাইকেলটির দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন। শিক্ষক আব্দুর রহিমের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার