আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে, দাফন কাল


, আপডেট করা হয়েছে : 27-02-2025

আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে, দাফন কাল

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ ঢাকা থেকে নিজশহর চট্টগ্রামে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌঁনে ৫টায় হেলিকপ্টারযোগে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনা হয়। এ সময় তাকে এক নজর দেখতে সেখানে উপচেপড়া ভিড় ছিল।


পরে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হয় মরদেহ।


সেখানেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড়।


 

পরিবার থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দর্শনের জন্য প্রয়াত আবদুল্লাহ আল নোমানের মরদেহ রাখা হবে। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।


এরপর দুপুর ১টায় মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদে আসর চট্টগ্রামের রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি গহিরা এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আবদুল্লাহ আল নোমানকে। 


বীর মুক্তিযোদ্ধা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে নিজ জন্মস্থান চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার তার মরদেহ চট্টগ্রাম আসলে কফিনে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেকে কান্নায় ভেঙে পড়েন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার