সারাদেশের মতো নওগাঁ জেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালি ও বৈশাখ যেন এক হয়ে মিলেমিশে গেছে নতুন বছরের আগমনে। সোমবার (১৪ এপ্রিল) বাংলা ১ বৈশাখ ১৪৩২, নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সকালে ভোরের নতুন সূর্যকে স্বাগত জানিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় জেলা শহরের এটিম মাঠ থেকে শুরু হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে শোভাযাত্রাটি এটিম মাঠ থেকে বইপট্টি, পুরাতন হাসপাতাল রোড হয়ে শেষ হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের সামনে। শোভাযাত্রায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, ঘোড়া, মাটির তৈজসপত্র, রঙ-বেরঙের বেলুন, ফেস্টুন ও মাথাল—যা পুরো পরিবেশকে করে তোলে বর্ণিল ও আনন্দমুখর।
এ আয়োজনে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
এভাবেই নানা আয়োজনে নওগাঁবাসী আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেয় বাংলা নতুন বছর ১৪৩২।