ছয় দফা দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে তারা। ফলে তিনটি ট্রেনের রাজশাহীতে প্রবেশ আটকে যায়। রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সবশেষ বিকেলে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে বিকেল ৪টায় ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সেপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর আটকে থাকা ট্রেনগুলো রাজশাহীতে পৌঁছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। এরপর শিক্ষার্থীদের একাংশ সড়কের একাংশ অবরোধ করে বসে পড়ে। অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করে ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি আদায়ে নানা স্লোগান দিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এই খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।
রাজশাহীর স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রেলপথ অবরোধ থাকায় যথাসময়ে রাজশাহীতে ঢুকতে পারেনি। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করায় বিকাল ৪টায় রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং আটকে পড়া ট্রেনগুলো রাজশাহী প্রবেশ করে।