রান দিলেন, রেকর্ডও গড়লেন রিশাদ


, আপডেট করা হয়েছে : 23-04-2025

রান দিলেন, রেকর্ডও গড়লেন রিশাদ

লেগস্পিনে ঝাঁজ ছিল, উইকেটও এসেছে। কিন্তু রান? সেটাও কম যায়নি। তবুও মুলতান সুলতানসের বিপক্ষে পরাজিত লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন করেছেন বাংলাদেশের জন্য একটি বড় কীর্তি—পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন এই তরুণ লেগির দখলে।


ম্যাচে রিশাদের পরিসংখ্যান বলছে—৪ ওভারে ৪৫ রান, ২ উইকেট। রান খরচ হয়েছে বটে, তবে তার উইকেটগুলো ছিল গুরুত্বপূর্ণ। সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ১০ রান। এরপর ১২তম ওভারে ফের আসেন বোলিংয়ে—সেখানে দেন ১২ রান। যদিও পরের দুই ওভারে কিছুটা জ্বলে ওঠেন রিশাদ। তুলে নেন উসমান খান ও অ্যাস্টন টার্নারের উইকেট। সেই দুই ওভারে আবারও খরচ করেন ২৩ রান।


লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন সাতজন বোলারকে। একমাত্র আব্বাস আফ্রিদিকে ছাড়া সবার ইকোনমি রেট ছিল ৭-এর ওপরে। কিন্তু তাতেও থামেনি মুলতানের রানের ঝড়। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তোলে ২২৮ রান। আর সেই পাহাড় টপকাতে গিয়ে ৩৩ রানে হেরে যায় লাহোর।


তবে দিনটি রিশাদের জন্য মনে রাখার মতো। ৮ উইকেট নিয়ে তিনি এখন পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। ছুঁয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড—তবে তারা দুজন এই সংখ্যক উইকেট পেতে খেলেছিলেন কমপক্ষে দুটি আসর। রিশাদ তা করেছেন মাত্র তিন ম্যাচে।


এই ৮ উইকেটের সুবাদে রিশাদ এখন এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের মালিক। ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাহমুদউল্লাহ নিয়েছিলেন ৭ উইকেট। এবার রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিলেন।


চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আপাতত রিশাদ আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট)। সামনে আরও ম্যাচ বাকি—তালিকার শীর্ষে ওঠাও অসম্ভব নয় রিশাদের জন্য।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার