পুলিশের দারস্থ গৌতম গম্ভীর


, আপডেট করা হয়েছে : 24-04-2025

পুলিশের দারস্থ গৌতম গম্ভীর

তিনটি শব্দের মেইল—‘হত্যা করব তোমাকে।’ প্রাণনাশের এমন হুমকির পর নড়েচড়ে বসেছেন গৌতম গম্ভীর। পুলিশের কাছে বিস্তারিত বলেছেন, এফআইআর দায়ের করেছেন। পরিবার ও নিজের নিরাপত্তাও চেয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটের প্রধান কোচকে হত্যার হুমকি কে দিয়েছে, তা এখনও জানা যায়নি।


ভারতের একাধিক মিডিয়া বলছে, ‘আইএসআইএস কাশ্মীর’ এই হুমকির পেছনে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হুমকি পাওয়ার পর বুধবার দিল্লি পুলিশের কাছে আসেন গম্ভীর। দায়ের করেন এফআইআর। তার পরিবারের সুরক্ষার জন্য আবেদনও জানিয়েছেন। আশস্ত হওয়ার পর তিনি চলে যান।


ভারতের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পহেলগামের হামলার কিছু সময়ের মধ্যেই এই হুমকি পেয়েছিলেন গম্ভীর। আপাতত যে মেইলের মাধ্যমে হুমকি এসেছিল, সেটি নিয়ে কাজ করছে সাইবার সেল। মেইলটি ঠিক কোথা থেকে এবং কে পাঠিয়েছে, তা এখনও জানতে পারেনি দিল্লি পুলিশ। তবে তারা হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।


একদিন আগে কাশ্মীরের পহেলগামের হামলার তীব্র নিন্দা জানান ভারতের বর্তমান কোচ ও সাবেক বিজেপি সাংসদ গম্ভীর। তিনি হুঙ্কার ছেড়ে বলেন, ‘ভারত জবাব দেবে’। তার পরই শুনেছেন হত্যার হুমকি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার