অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব


, আপডেট করা হয়েছে : 28-04-2025

অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব

পাঁচ বছর আগে তিন দশকের খরা কাটিয়ে প্রিয় দল লিগ চ্যাম্পিয়ন হলেও করোনা মহামারির কারণে সেবার উৎসব করতে পারেননি লিভারপুলের সমর্থকরা। সেই খেদ মেটাতে রোববার ভরা অ্যানফিল্ডে সব রং মুছে দিয়ে রাজত্ব ছিল শুধুই লালের। 


লাল-সমুদ্রে গোল উৎসবে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল লিভারপুল। ঘরের মাঠে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে ম্যানইউর সর্বোচ্চ ২০ বার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলল অলরেডরা।




শিরোপা নিশ্চিত করতে সালাহদের দরকার ছিল এক পয়েন্ট। উৎসবের প্রস্তুতি নিয়ে মাঠে আসা লিভারপুল সমর্থকদের চমকে দিয়ে শুরুতে এগিয়ে যায় টটেনহাম। এরপর লাল ঝড়ে রীতিমতো বিধ্বস্ত স্পাররা। লুইস দিয়াজ, ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপোর পর টটেনহামের বুকে ছুরি চালান মোহামেদ সালাহ। অপর গোলটি আত্মঘাতী।


এদিকে লিগ শিরোপা হারানোর দিনে নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানসিটি। ১৭ মে ওয়েম্বলির ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার